জোড়াবাড়ীতে ভুয়া কাজী গফুরের সহযোগীতায় একাধীক বাল্য বিয়ে সম্পন্ন।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ-

নীলফামারী ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নে ভুয়া কাজী গফুরের সহযোগিতায় একাধীক বাল্য বিয়ে সম্পন্ন।
সরেজমিনে জানাযায়, জোড়াবাড়ী ইউনিয়নের কাজী আব্দুল কাদেরের মৃত্যুর পড়ে জেলা রেজিষ্টার অতিরিক্ত দায়ীত্ব হিসাবে কেতকীবাড়ী ইউনিয়নের কাজী বেলাল হোসেনকে দেয়। বেলাল হোসেন লিখিত ভাবে সহকর্মী হিসাবে মিরজাগঞ্জ রেল ষ্টেশন বাজারের কাপড় ব্যবসায়ী নুরনবীকে দায়ীত্ব প্রদান করেন। অথচ মৃত কাদের কাজীর ছেলে আব্দুল গফুর তার বাবার কাগজ পত্র দিয়ে বে-আইনী ভাবে গোপনে দিনের পর দিন এলাকায় বাল্য বিয়ের কাজ চালিয়ে আসছে। ১৯ জুন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের সহযোগিতায় মিরজাগঞ্জ ঝাড়পাড়া এলাকার হাচিবুল ইসলামের কন্যা মিরজাগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী হাচিনা বেগম (১১)র সাথে ভাজীনি এলাকার রমজান আলীর ছেলে রতন (১৮)র সাথে গোপনে বিয়ে দেয়। অপরদিকে ২১ জুন একই এলাকার আলমগীর হোসেনের কন্যা অষ্টম শ্রেনীর ছাত্রী আশা মনি (১৩)র সাথে গোলাম মোস্তফার ছেলে লাবুর এবং গত রাতে ২৯জুন মিরজাগঞ্জ কবির পাড়ার জয়নাল আবেদীন গিলটির কন্যা ৬ষ্ট শ্রেনীর ছাত্রী মামনি’র বিয়ে সম্পন্ন করে কুচক্রি মহলের লোক জনের যোগসাজসে গফুর কাজী। বাল্য বিয়ে বন্ধসহ কুচক্রিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

পুরোনো সংবাদ

নীলফামারী 6750929107367354109

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item