নীলফামারী পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮জুন॥
নীলফামারী পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরে ৯১ কোটি ৬৩লাখ ৮২হাজার ২৮৭টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে শিল্পকলা অডিটোরিয়ামে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ নতুন অর্থবছরের উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন।
উন্নয়ন বাজেটে ৯১ কোটি ৫০লাখ ৫৩হাজার ৮২৫টাকা ব্যয় দেখিয়ে উদ্বৃদ্ধ রাখা হয়েছে ১৩লাখ ২৮হাজার ৪৬২টাকা। বাজেটে উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৮৬ কোটি ৫৮লাখ ৫০হাজার টাকা এবং রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৫ কোটি ৫লাখ ৩২হাজার ২৮৭টাকা। ‘বাজেট ঘোষণা ও জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিলর আব্দুল মালেক, কলিম উদ্দিন, আনিসুর রহমান আনিস, জাফর সাদেক তুহিন, বাদশা আলমগীর, আব্দুল জলিল, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য শিরিন নুর রিক্তা, সেলিনা বেগম ও নুর জাহান বেগম এবং পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, পানি শাখার তত্বাবধায়ক প্রকৌশলী দুদু মিয়া, হিসাব রক্ষক গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, টিকাদান সুপারভাইজার ফরিদ আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর এ.কে.এম মরতুজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক তাহমিন হক ববির সঞ্চালনায় চেয়ারম্যান ও মেয়র হিসেবে টানা ৩০তম বাজেট উপস্থাপন করেন দেওয়ান কামাল আহমেদ।
এর আগে গত কয়েক বছরের নীলফামারী পৌরসভার উন্নয়নের তথ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে জনগনের সামনে তুলে ধরেন পৌরসভার কম্পিউটার অপারেটর রানা ইসলাম।
অন্যান্য অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ প্রহ্ললাদ চন্দ্র দাস প্রমুখ বক্তব্য দেন বাজেট ঘোষণায়। বাজেট ঘোষনা শেষে জনগনের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদসহ পৌর পরিষদের সদস্যরা। অনুষ্ঠানটি চৌরঙ্গী ক্যাবল নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করার কারনে মুঠোফোনেও অনেকে পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করেন পৌর পরিষদকে। এদিকে পৌরসভার প্রয়াত সকল ব্যাক্তি ও শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বেশিরভাগ প্রশ্নকারী শহরে শিশু পার্ক নির্মানের দাবি করেন। পাশাপাশি রাস্তা, পানি নিস্কাশন, ডাষ্টবিনের স্বল্পতা, অপ্রতুল সড়ক বাতি, মশা মাছির উপদ্রবসহ নানাবিধ নাগরিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেন। পৌর মেয়র এসব সমস্যা সমাধানে পৌর পরিষদের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরে এর জবাব দেন।
বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের সাথে বাজেট উত্তোর মতবিনিময় সভায় মিলিত হন মেয়র। উপস্থাপিত বাজেট কার্যকরে গণমাধ্যম কর্মীদের সহায়তা চান তিনি।








পুরোনো সংবাদ

নীলফামারী 4856044587524019074

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item