ঠাকুরগাঁও রাণীশংকৈল বন্দুকযুদ্ধে একজন নিহত

আব্দুল আওয়্ল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫৫) নামে আরো এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

রোববার (২৭ মে) ভোরে রাণীশংকৈল উপজেলার ভৌরনিয়া মীরডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ। ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে এটি তৃতীয় ‘বন্দকযুদ্ধ’।

নিহত রফিকুলের বাড়ি উপজেলার ভৌরনিয়া গ্রামে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান  জানান, ভোরে পুলিশ ভৌরনিয়া মীরডাঙ্গী এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে রফিকুল ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালান। এসময় পুলিশ গুলি ছুড়লে রফিকুল নিহত হন এবং বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।

রফিকুলের বিরুদ্ধে মাদক আইনে ২০টিরও বেশি মামলা রয়েছে বলে জানান তিনি।

এর আগে ২৩ মে বালিয়াডাঙ্গীর পারুয়া গ্রামের ভেলসা মোহাম্মদের ছেলে আপতাফুল (৩৮) ও ২৬ মে ঠাকুরগাঁও সদরের ছিট ছিলারং গ্রামের মৃত সফিরউদ্দীনের ছেলে মাদক বিক্রেতা মোবারক হোসেন ওরফে কুট্টি (৪৫) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

পুরোনো সংবাদ

নির্বাচিত 4074805204706468780

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item