গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক-৩: দোকান সিলগালা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বাধীন মিয়া (২৩), মোশাররফ হোসেন ও মুকুল মিয়া নামে ৩ জনকে আটক করেছেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-আবু বাক্কার সিদ্দিক।
    জানা যায়,  শুক্রবার রাতে তাদেরকে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজে গেইটের সম্মুখে অবস্থিত শামীম ডিজিটাল স্টুডিও  এন্ড ফটোগ্রাফী নামক দোকান থেকে আটক করার বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার  ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, উক্ত পরীক্ষার প্রশ্নপত্র স্বরূপ সরবরাহের গোপন সংবাদের ভিত্তিতে আকষ্মিকভাবে অভিযান চালানো হয়। এতে ঐ ৩ ছাড়াও রংপুরের পীরগঞ্জ উপজেলার আব্দুল মোতালেব মিয়ার পুত্র আব্দুস সবুর মিয়াকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক জানান, গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মঈনুল ইসলামসহ পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্নস্থানে অভিযান অব্যাহত থাকায় এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না, কতজন আটক হয়েছে। তবে,পুলিশের মাশলা রুজু করার প্রস্তুতি চলছে। এব্যাপারে রাতেই শামীম ডিজিটাল স্টুডিও এন্ড ফটোগ্রাফী দোকানটি সিলগালা করা হয়েছে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 4467640961069530597

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item