নারীকে উত্যক্ত করার দায়ে ঠাকুরগাওয়ে যুবকের এক বছরের কারাদণ্ড

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্র্যাকের নারী কর্মীকে উত্যক্ত করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

আজ মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতে এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আ: মান্নান। 

দণ্ডপ্রাপ্ত আসামী উপজেলার ৮নং বড়বাড়ী ইউনিয়নের বটেরহাট এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মনতাজ আলী ওরফে বুধু(২৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রধান অফিস সহকারী আতিকুর রহমান জানান, ব্র্যাক বালিয়াডাঙ্গী শাখায় স্বাস্থ্য ও পুষ্টি কর্মসূচীতে কর্মরত এক নারী কর্মীকে প্রায় ২ বছর ধরে মোবাইলের ম্যাসেজের মাধ্যমে ও সরাসরি উত্যক্ত করে আসছিল বুধু। এ নিয়ে স্থানীয় ভাবে বেশ কয়েকবার শালিস ডেকে বুধুকে সাবধান করা হলেও থামেনি বুধু। 


উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান জানান, ব্র্যাকের ওই নারী কর্মী আমাকে বিষয়টি অবগত করলে পুলিশের মাধ্যমে কৌশলে আটক করা হয় বুধুকে। ব্যাকের নারী কর্মীকে উত্যক্ত করার বিভিন্ন ধরণের প্রমাণপত্রও জব্দ করা হয়েছে।বুধু তার ভুল স্বীকার করায় তার এক বছর  বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুর রহমান জানান, ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের পর আসামীকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3663981477405812001

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item