সৈয়দপুরে ৩১ জন আইপিএল ক্রিকেট জুয়াড়ি গ্রেফতার

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফমারীর সৈয়দপুরে সাঁড়াশি অভিযানে  চালিয়ে ৩১ জন আইপিএল ক্রিকেট জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জড়িতদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত গোটা সৈয়দপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। আজ (শনিবার) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগ (আইপিএল) খেলা চলা অবস্থায় সৈয়দপুরে ক্রিকেট জুয়াড়িদের তৎপরতায় এলাকার সুষ্ঠু পরিবেশে মারাত্মকভাবে বিঘœ হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে  নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে শহরের বিভিন্ন এলাকায় পাড়া-মহল্লায় টিভি সেট ও জুয়ার জটলা থেকে ৩১ জন আইপিএল ক্রিকেট জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হলো শহরের মুন্সিপাড়া এলাকার মো. কামাল (৪০), মো. সাঈদ (২৮),  মো. ইকবাল (৪০), ইসলামবাগ এলাকার মো. সালাম (২৫), মো. রাজ্জাক (৪৫),  মো. বাবু (২৪), মো. সহিদার (২৮), মো. মিন্টু (৩২), সাহেবপাড়ার মো. জীবন (২০), হাওয়ালদারপাড়ার মো. ইমাম নুরী মিন্টু (৩০), নতুন বাবুপাড়ার আশিক (৩০), মো. ছমির কুন্ডু (৩২), মো. শামিম (২৯), তছির (১৯), মো. লাবলু (৩৩), মো. মোস্তাক আলী (২৪), মো. আলমগীর হোসেন (২৬), মো. নুর আলম (৩৬), নিয়ামতপুরের ফরিদ (৩৫), মিস্ত্রিপাড়ার জাহাঙ্গীর আলম (২২), ঢেলাপীরেরমো.  রাজু (২২), কয়ানিজপাড়ার মো. ফারুক (৩৫), কিসামত কাদিখোলের মো. মোস্তফা (২৩), মো. সাবলু (২৪), মো. রবিউল (৩৫), নীলফামারী সদরের দীঘলডাঙ্গীর মো. স্বপন ইসলাম (২৫), সংগলশীর মো. সোহরাব (৩৫), বীরগঞ্জ উপজেলার সুজানগরেরমো.  অন্তর (২৩), গোলাহাটেরমো.  ইসরাইল ও কিশোরগঞ্জ নিতাইয়ের মো. খতিবর (২৮)।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা জানান, গ্রেফতারকৃতদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8952568748794714295

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item