বঙ্গভূমি পদক '১৮ পেলেন কবি পবিত্র মহন্ত জীবন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি:
বঙ্গভূমি পদক ২০১৮ পেলেন রংপুরের উদয়মান তরুন কবি পবিত্র মহন্ত জীবন।সাম্প্রতি (৮ এপ্রিল রবিবার ১৮ইং) রাজধানী ঢাকায় জাতীয় জাদুঘর সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ ও ভারত যৌথ আয়োজনে - "বঙ্গভূমি সাহিত্য পর্ষদ" এর উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এ পদকটি প্রদান করা হয়।উক্ত পদক প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি জাতিসত্ত্বার কবি মুহাম্মদ নুরুল হুদা, আলোচক ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারন সম্পাদক নিশাত খান, রংপুর বিভাগীয় ছড়া সংসদের সভাপতি শিশুসাহিত্যিক কবি সাঈদ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি  ছড়াকার গল্পকার মতিয়ার রহমান, কবি সাংবাদিক আলী হাসান,ক্যাপ্টেন সম্পাদক সহকারী চলচ্চিত্রের পরিচালক রাশেদ রেহমান,কবি মৌলিক বার্তার সম্পাদক, কবি সাজু আহমেদ, কবি আনিসুর রহমান খান প্রমুখ, সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার টেলিভিশন নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন, অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গভূমি সাহিত্য পর্ষদ এর সাধারন সম্পাদক মিজান হাওলাদার।সৌজন্যমূলক এক স্বাক্ষাতে পবিত্র মহন্ত জীবন কাব্যচাষী কবি ও কথসাহিত্যিক পবিত্র মহন্ত জীবন তার জ্বীন বৃত্তান্ত সম্পর্কে জানান, তিনি রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর পুটিমারী গোস্বামী পাড়ায় সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা-পরবানন্দ মহন্ত, মাতা-পারবতী রানী মহন্ত। তিনি ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা করে আসছে।তার প্রথম কবিতা "আমার আপন"দৈনিক দাবানল পত্রিকায় প্রকাশিত হয়। একাধারে লিখেছেন দৈনিক যুগের আলো, দৈনিক সমকাল, দৈনিক যায়যায়দিন, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক সংগ্রাম, দৈনিক পরিবেশ,দৈনিক ভোরের কাগজ,দৈনিক করতোয়া, দৈনিক রংপুর চিত্র,দৈনিক ভোরের ডাক,দৈনিক বাংলাদেশ প্রতিদিন,মাসিক আল-ফুরক্কান,মাসিক ফুলকুঁড়ি,মাসিক কিশোর চিত্র,মাসিক সমাজ দপণ, সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকা সাহিত্য সাময়িককীতে প্রকাশিত হয় । তিনি প্রতিটি মুহূর্তে ফুটে তুলেছেন গদ্য কবিতার সাহিত্য রস । মাটিও মানুষের লক্ষ্যে সত্য - ন্যায়ের এক বলিষ্ঠ উচ্চারণ লক্ষ্যেণীয় ।সাহিত্যের স্বীকৃতি তিনি "গুণীজন সম্মাননা"১৩ খ্রি: বগুড়া । শ্রেষ্ঠ লেখক "সাহিত্য পুরষ্কার"১২খ্রি: ,রংপুর । উত্তরবঙ্গ শ্রেষ্ঠ সংগঠক "সাহিত্য পুরষ্কার'১৫ খ্রি: গংগাচড়া , রংপুর । অনেক সম্মাননা সনদ ও পুরষ্কার পেয়েছন তিনি । বর্তমানে তিনি বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী রংপুর এর – সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন যাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন জেলায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করে লেখকদের সান্,নিধ্য পেয়েছেন তিনি।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6674719893800021699

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item