করতোয়া নদী থেকে মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর ব্যবহৃত ট্যাংঙ্কের একাংশ উদ্ধার।

মামুনুর রশিদ মেরাজুল -
রংপুরের পীরগঞ্জে স্বাধীনতার ৪৭ বছর পর মুক্তিযুদ্ধের সময় ভারতীয় মিত্রবাহিনীর ব্যবহৃত একটি যুদ্ধ ট্যাংঙ্ক পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়ন ঘেঁষা করতোয়া নদীর কাঁচদহ ঘাটের দুধিয়াবাড়ী নামক স্থানে পানির নীচে তলিয়ে থাকাবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যৌথ প্রচেষ্টায় ট্যাংঙ্কটির একাংশ উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসুক জনতারা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী কাঁচদহ্ গ্রামের বাসিন্দা আলতাব হোসেন (৭৫), নিধিরামপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৬৫) বলেন- মুক্তিযুদ্ধের সময় তখন অগ্রাহন মাস চলছিল।

এ সময় ভারতীয় মিত্রবাহিনী দিনাজপুরের হিলি স্থলবন্দর হয়ে ট্যাংঙ্ক বহর নিয়ে পীরগঞ্জের উদ্দেশ্যে করতোয়া নদী পাড়ী দেয়ার সময় উল্লেখিত স্থানে নদীর চোরা বালিতে পড়ে তলিয়ে যায় একটি ট্যাংঙ্ক। সে সময় ট্যাংঙ্কটি তাৎক্ষনিক উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর দেশ স্বাধীনের প্রায় ৫ বছর পর ট্যাংঙ্কটির একটি অংশ ভেসে ওঠলে এলাকার কতিপয় ব্যক্তির সহায়তায় বগুড়ার কিছু লোক এনে ট্যাংঙ্কটির অনেক যন্ত্রাংশ খুলে ও কেটে নিয়ে যায়। এর প্রায় ১৫ বছর পর দ্বিতীয় বারের মতো ট্যাংঙ্কটি আবারো ভেসে ওঠলে পূর্বের ন্যায় অনেকেই ট্যাংঙ্কটির যন্ত্রাংশ খুলে ও কেটে নিয়ে যায়। এদিকে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ট্যাংঙ্কটির অবশিষ্ট অংশ ভেসে ওঠলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর ছাত্তার মন্ডল রংপুরের জেলা প্রশাসককে বিষয়টি অবগত করালে জেলা প্রশাসক এনামুল হাবিব গত ২৭শে এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এটি উত্তোলনের কথা বলেন। এরই পেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে পীরগঞ্জ উপজেলা  প্রশাসন ও টুকুরিয়া ইউনিয়ন পরিষদের যৌর্থ উদ্যেগে গতকাল শনিবার ট্যাংঙ্কটি উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার চত্ত্বরে আনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- উদ্ধারকৃত ট্যাংঙ্কটির রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর ছাত্তার মন্ডল আক্ষেপ করে বলেন- প্রথমে যখন ট্যাংঙ্কটি ভেসে ওঠেছিল তখন এটি উদ্ধার পূর্বক মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণ করা যেতো। কিন্তু সে সময় প্রশাসন এটি উদ্ধারের কোন উদ্যেগ গ্রহন করেননি।

পুরোনো সংবাদ

রংপুর 2525877980033244607

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item