পীরগঞ্জে ঠিকাদার কর্তৃক পি.আই.ও আহত- গ্রেফতার-১

মামুনুর রশিদ মেরাজুল-

রংপুরের পীরগঞ্জে ঠিকাদার কর্তৃক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিকভাবে ওই ঠিকাদারকে আটক করেছে। পুলিশ ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, গতকাল দুপুরে রংপুর জেলা সদরের ধাপ ইঞ্জিনিয়ার পাড়ায় বসবাসকারী সাহাব উদ্দিনের পুত্র মেসার্স তানজিন কনষ্ট্রাকশনের স্বত্বাধিকারী কামরুল হাসান রুবেল গত ২০১৫-১৬ অর্থ বছরে ত্রাণের অর্থে নির্মিত একটি ব্রীজের জামানতের অর্থ নেয়ার জন্য উক্ত কর্মকর্তার কার্যালয়ে আসেন। ওই সময় কর্মকর্তা মিজানুর রহমান তার কক্ষে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ অবস্থায় উক্ত ঠিকাদার তার টেবিলের সামনে গিয়ে জামানতের অর্থ ফেরত চাইলে কর্মকর্তা উক্ত ঠিকাদারকে ব্রীজটির এ্যাপ্রোজ ফিলিং করে জামানতের অর্থ নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার রুবেল কর্মকর্তার টেবিলে থাকা কাঁচের গ-াস দিয়ে তাকে আঘাত করলে ওই কর্মকর্তার বামহাতের কব্জি কেটে যায়। এ সময় কর্মকর্তার চিৎকারে তার কার্যালয়ে অপেক্ষমান লোকজন এসে ওই ঠিকাদারকে আটক করে। পরে ঠিকাদার রুবেলকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে জানানো হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 256286740933669582

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item