জলঢাকায় দুইদিন ব্যাপী শিশুমেলা'র উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"শিশু নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারীর জলঢাকায় বুধবার সকালে দুইদিন ব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জলঢাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্নাঢ্য র‍্যালি মেলা প্রাঙ্গন থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে মেলা মঞ্চে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভুমি জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান ফয়সাল মুরাদ, জেলা তথ্য অফিসার আলমগীর কবির, জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, সহকারী তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মাহমুদুল হক ও সাকিল  প্রমু্খ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। মেলায় উপজেলার ১৩টি সরকারী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4497578611784371674

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item