বিশ্ব মানবতার কল্যাণ কামনায় নীলফামারীতে শুরু ৯৬ ঘন্টার মহানামযজ্ঞানুষ্ঠান

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২মে॥
বিশ্ব মানবতার কল্যাণ কামনায়, দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে নীলফামারী জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দিরে শুরু হয়েছে ৩২ প্রহর ব্যাপী (টনা ৯৬ ঘন্টা) সনাতন হিন্দু ধর্মের ৯৩তম মহানাম যজ্ঞানুষ্ঠান। আজ বুধবার ভোর ৫টা ৩৭ মিনিটে পূজা-অর্চনার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওই মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়।
আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সভাপতি অক্ষয় কুমার রায় জানান, গতকাল মঙ্গলবার (১ মে) রাতে গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত শেষে আজ বুধবার ভোর ৫টা ৩৭ মিনিটে শুরু হয়েছে মহানাম যজ্ঞানুষ্ঠান। অনুষ্ঠানটি চলবে আগামী রবিবার (৬মে) সূর্যোদয় পর্যন্ত। চারদিনব্যাপী ভগবানের নাম সুধা পরিবেশন করবে নেত্রকোনার কুলেশ্বরী সম্প্রদায়, সিলেটের মানবকল্যাণ সম্প্রদায়, মাগুড়ার শ্রীগুরু সম্প্রদায়, খুলনার শ্রীদূর্গা সম্প্রদায় ও বন্ধু সম্প্রদায়, নীলফামারীর সতাতন সংঘের সদস্যরা। প্রতিদিন মহানাম যজ্ঞের পাশাপাশি ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। মহানাম যজ্ঞ অনুষ্ঠান শেষে রবিবার রয়েছে কুঞ্জভঙ্গ, শ্রী হীমন্মাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ। সোমবার (৭মে) দধিমঙ্গল অন্তে মোহন্ত বিদায়। জেলা এবং জেলার বাইরে থেকে ভক্তরা যোগ দিবেন ওই অনুষ্ঠানে। সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সমাপ্তের আশাপ্রকাশ  করে তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 2379434821119882234

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item