ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও -
ঠাকুরগাঁওয়ে মূলা বীজের উৎপাদন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গড়েয়া ইউনিয়নের পলাশবাড়ি ও ২৫ মাইল এলাকায় প্রান নগর ২৬ মাইল নামক স্থানে রফিক সীডস এর মূলা বীজ ক্ষেতসহ বিভিন্ন সবজী বীজের ক্ষেত পরিদর্শন করেন কৃষি কর্মকর্তাগণ। এরপর পলাশবাড়ি এলাকায় কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ের রফিক সীডস এর পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: আফতাব হোসেন।

এসময় ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কৃষি অফিসার আনিসুর রহমান সহ বেশ কয়েকজন কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রফিক সীডস ঠাকুরগাঁওসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় মূলা বীজ সহ বিভিন্ন সবজীর উন্নতমানের বীজ উৎপাদন করে আসছে। কৃষকরা রফিক সীডস এর বীজ ক্রয় করে রোপন করার পর ভালো ফলনও পাচ্ছেন। তাই কৃষি কর্মকর্তারা রফিক সীডস এর উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6962926770591765780

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item