হরিপুরে ৬ হাজার ৭৭০ হেক্টর জমিতে বোরো আবাদ


জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ। চলিত ইরি-বোরো মওসুমে চাষাবাদকৃত ধানের ক্ষেত এখন গাড় সবুজে পরিণত হয়েছে।
দিগন্ত জুড়ে নজর কাড়ছে বোরো ফসলের ক্ষেত। ইরি-বোরো ধানের সবুজ পাতা দোল খাচ্ছে। কৃষকরা ইতোমধ্যে ক্ষেত পরিচর্যা শেষ করে দ্বিতীয় ও তৃতীয় দফার সার-কীটনাশক প্রযোগ অব্যাহত রেখেছেন। উপজেলা কৃষি অধিদতর জানান, আবহাওয়ার অনুকূল থাকলে এবারে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভাব হবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে কৃষকদের অধিক ফলন উৎপাদন লক্ষ্যে বোরো ক্ষেতে পার্চিং স্থাপনা করাসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে।
গত দু’ বছর ধানের দাম ভালো পাওয়ায় কৃষক বোরো ধান চাষে ঝুঁকেছেন।
  উপজেলা কৃষি অধিদতর আরো জানান, এবার হরিপুর উপজেলায় ২৬ হাজার ৪০০ মে. টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যেমাত্রা নিয়ে উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ৭৭০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যেমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে সদর ইউনিয়নে ১হাজার ২হেক্টর, ভাতুরিয়া ইউনিয়নে ১হাজার ২২০হেক্টর, আমগাঁও১হাজার ২৭০হেক্টর, ডাঙ্গীপাড়া ইউনিয়নে ১হাজার ৪৫হেক্টর, গেদুড়া ইউনিয়নে ১হাজার ২১৫ হেক্টর, বকুয়া ইউনিয়নে ১হাজার ২২০ হেক্টর জমিতে লক্ষ্যেমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের তোররা গ্রামের কৃষক বারেক, মকসেদুল, ফারুক জানান, আবহাওয়া অনুকূল বা কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে গত বছরের তুলনায় এবার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।
যাদুরাণী,কাঠালডাঙ্গী ও ধীরগঞ্জ এলাকার কয়েকজন চাষী জানান, বাজরে বর্তমানে মোটা ধানের দাম ভাল (১হাজার ৫০ টাকা)। এতে চাষীরা ধানচাষে অধিক মাত্রায় ঝুঁকেছেন।
তারা আরো জানান, বর্তমানে ধানের অবস্তা ভাল। বাজারে সারের অভাব নাই। ভয় শুধু শিলা বৃষ্টি ও ঝড়ের।
 বনগাঁও এলাকার সুজন সরকার জানান, তিনি এবার ৭ বিঘা জমিতে বোরো চাষ করেছেন। ধানের অবস্তা ভাল। পোকা মাকড়ের আক্রমণ এখন পর্যন্ত নেই।
উপজেলার ধান ব্যবসায়ীরা জানান, আগে ধানের দাম কম থাকায় চাষিরা ধান চাষ কমিয়ে দিয়ে অন্য ফসল চাষে ঝুঁকেছিলো। গত দু’ বছর ধরে ধানের দাম ভাল হওয়ায় চাষিরা ধান চাষ বাড়িয়ে দিয়েছে।
  উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার জানান, ধানের দাম বেড়ে যাওয়ায় ধান চাষে চাষির লাভ হচ্ছে। সে কারণে ধান চাষ বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করা যাচ্ছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 1719129979106615806

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item