নীলফামারীর কিশোরগঞ্জে শিশুদের সুরক্ষার লক্ষ্যে ও শিশু সহায়তায় ফোন “১০৯৮” বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
আমরাই পারি শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে এই স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় শিশুদের সুরক্ষার লক্ষ্যে, শিশু সহায়তা ফোন বিষয়ে চাইল্ড হেল্পলাইন “১০৯৮” বিষয়ে ওরিয়েন্টেশন  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক ইমাম হাসিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিমুন আক্তার, কিশোরগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও শিশু কর্মকর্তা শহিদুল ইসলাম, বাংলাদেশ ওয়াল্ড ভিশনের শিশু সুরক্ষা অফিসার শ্যামল দত্ত, প্রোগ্রাম অফিসার সানজিদা আনছারি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিমুন আক্তার বলেন, প্রতিটি শিশুর অধিকার আদায় শিশুদের প্রতিশ্রুতি পুরুন ও সুরক্ষা প্রদানের লক্ষে বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রনালয় ঢাকা শহরে ২০১০ সালের নভেম্বর মাস থেকে শুধমাত্র ঢাকার ৮ টি থানার ২০ টি ওয়ার্ডে পরীক্ষামুলকভাবে শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন “১০৯৮” চালু করে সেটি সফল হওয়ায় বর্তমানে সারা বাংলাদেশে এটি চালু করা হয়েছে। তিনি আরো বলেন,  হেল্পলাইনটি চালুর ফলে এক লক্ষ ৫৭ হাজার ৮৭৩ জন মানুষ হেল্পলাইনের মাধ্যমে শিশু বিষয়ে তাদের অভিযোগের প্রতিকার পেয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2738177167579204312

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item