ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
মুক্তিযোদ্ধাদের সন্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে জেলা উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি রাজিউর রহমান রাজেকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউদ্দৌজা বদর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি গোলাম রব্বানি, নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কোটা বাতিলের নামে যে আন্দোলন হয়েছে ঢাবি ভিসির বাড়িতে হামলার ঘটনার মধ্য দিয়ে তা স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র বলে পরিষ্কার হয়েছে। একইভাবে কোটা বাতিলের আন্দোলনে নানাভাবে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ ও অসম্মান করা হয়েছে, যা স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।

পরে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন তারা।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 7784153921500248750

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item