জলঢাকায় অনির্বাণ বিদ্যাতীর্থ স্কুলের একাডেমিক ভবন নির্মান কাজের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
  নীলফামারীর জলঢাকায় শনিবার দুপুরে আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন নির্মান কাজের উদ্বোধন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় এই ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ উপলক্ষে স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আশরাফ হোসেন, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান (বিএসসি), পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন, যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, স্কুলের শিক্ষক আব্দুল কাদের ও উম্মে সালমা প্রমূখ। অনু্ষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এই চারতলা ভবনের একতলা বিল্ডিং এবং ৫ লক্ষ টাকা ব্যয়ে পুরনো ভবনের সংস্কারের কাজ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারী। অনু্ষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1453804854293272085

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item