তামাকের ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্যের মূল্য বাড়ানো-ডেভেলপমেন্ট কাউন্সিলের এ্যাডভোকেসী সভায় এমপি গোপাল

আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বেশী তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তামাকের ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর বৃদ্ধির মাধ্যমে তামাক পন্যের মূল্য বাড়ানো। সবচেয়ে জরুরী হলো তামাক চাষে কৃষকদের নিরুৎসাহী করতে হবে এবং তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা দরকার।
৩০ এপ্রিল সোমবার দিনাজপুর জেনারেল হাসপাতাল সভাকক্ষে এসিডি রাজশাহী ও ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি) বিরামপুর এর আয়োজনে মমতা পল্লী উন্নয়ন সংস্থার সহযোগিতায় আগামী বাজেটে তামাকজাত পণ্যের উপর উচ্চ হারে কর বৃদ্ধির জন্য এ্যাডভোকেসী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি) বিরামপুর, দিনাজপুরের নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মাসুদ রেজা খান, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবীব সুমন,ইউনিটি ফর এনজিও’স দিনাজপুরেরর সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ্, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদুল্লাহ, অনুঘটক এর পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, রনজিত কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিসি’র প্রোগ্রাম অফিসার মোঃ মোহায়মিনুল ইসলাম মানিক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3589624879423304850

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item