ঠাকুরগাঁওয়ে, লিচুর বাগানে মুকুলে মুকুল

 আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥॥
শীত প্রবাহ শেষে এসে ¬ে¬গছে ফালগুন মাস, এখন থেকে দেখা যায় লিচুর বাগান গুলোতে গাছে গাছে লিচুর মুকুল মৌসুমী ও সুসাদু লোভনীয় ফল, প্রকৃতি তার রূপ বদলাতে শুরুকরেছে, ঠাকুরগাঁওয়ে শহরে অফিস আদালতের ফাঁকা জায়গা গুলোতে ও গ্রাম অঞ্চলে লিচু বাগানে বাড়ীর উঠানে রাস্তার পার্শে¦ এখন চারদিকে গাছ-গাছালি যেন নতুন পাতা আর রঙে সাজিয়ে নিচ্ছে নিজেদের মত, এতে থেমে নেই লিচুর গাছ গুলো,গাছে গাছে ধরেছে লিচুর মুকুল। যেন প্রকৃতিতে এক রূপের সমারোহ ।

সরজমিনে দেখা যায়, সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও মুন্সিরহাট এলাকায় বেশির ভাগ মানুষ লিচুর বাগান গুলোতে গত বছরের থেকে  অনেক  কম মুকুল আশার সম্ভাবনা দেখা গেছে,তবে গাছে গাছে লিচুর মুকুলে কীটনাশক স্প্রে করা হচ্ছে , কৃষকরা  লিচু গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে বাগান চাষিদের কে, লিচু বাগানের লিচু চাষিরা লাভ ও ফল পাওয়ার আশায় দিন ভর পরিশ্রম করছে, ভরপুর হয়ে উঠতে শুরু করছে লিচুর গাছের মুকুল।

সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের  আশে পাশের এলাকায় এখন লিচু গাছের দিকে তাকালেই দেখা যাচ্ছে শুধুই মকুলে মুকুল।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একে মাউদুদুল ইসলাম জানান, আবহাওয়া ঠিক থাকলে এ বছর ঠাকুরগাঁওয়ে  প্রচুর লিচু পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4460278705639898234

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item