পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে বোমা মেশিনে বালু উত্তোলন,দেখার কেউ নেই।

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের  করতোয়া নদীতে বোমা (ড্রীল ড্রেজার) মেশিন দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে ,এই ড্রিল ড্রেজার মেশিন দিয়ে প্রতি দিন বালু উত্তোলন করছে ১৫০-২০০ ট্রাক্টর। সুশাসন প্রতিষ্ঠা ও দূর্নীতি দমনে সরকার যখন এক ধাপ এগিয়ে যাচ্ছে ঠিক তখন কিছু অসাধু লোভী  ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিরলস চেষ্টাকে বেঘাত ঘটিয়ে যাচ্ছে।  সরকার  কোটি কোটি টাকা ব্যায় করে বিভিন্ন এলাকার নদীর দু’কুল বাঁধার কাজ করে যাচ্ছে ঠিক তখনি কিছু অসাধু প্রভাবশালী মানুষ। এই সব ড্রেজার মেশিন চালানোর কারণে নদী যেমন মরে যাচ্ছে তেমনি ভেঙ্গে পড়ছে নদীর দু’কুল। আর প্রতি বছর নদী ভেঙ্গে বিলীন হচ্ছে কৃষকের একরের পর একর জমি। এসব ড্রিল ড্রেজার মালিকদের এখনই প্রতিহত করতে না পারলে হয়তো তেঁতুলিয়া উপজেলার মত ধ্বংসের পথে চলে যাবে। ভবিষ্যতে হয়তো এই ব্লক দিয়ে বাঁধ বেঁধেও কোন লাভ হবে না।ড্রেজার মেশিন মালিক ও নদীর বালু মহাল আজাদ এর সাথে মোবাইলে বার বার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ বিষয়ে  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পঞ্চগড়, আব্দুল আলিম খান ওয়ারেসী অবলোকন কে জানান আমরা এ বিষয়ে কিছু জানিনা যেহেতু জানালেন এখন ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1793467811509895779

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item