পঞ্চগড় টুনিরহাট সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল ছেড়ার অভিযোগে আটক-২

মো: সাইদুজ্জামান রেজা , পঞ্চগড় প্রতিনিধি ঃ
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল ছেড়ার অভিযোগে পুলিশ বুধবার বিকালে দুইজনকে আটক করেছে। আটককৃত কামরুল হাসান রয়েল ও রুবেল হাসান উভয়ে টুনিরহাট প্রধান পাড়া মৃত আব্দুল করিম এর পুত্র। প্রত্যক্ষ সুত্রে জানা যায়, সরকার পাড়া গ্রামের হাসিবুল ইসলাম, প্রধান পাড়া গ্রামের হাবিবুর রহমান এর নিকট জমি ক্রয় করার জন্য টুনিরহাট সাব রেজিষ্টারের কার্যালয় দলিল  উপস্থাপন করে। দলিল লেখক বাবুল হোসন নিয়ম অনুয়ায়ী দলিল প্রস্তুত করে যার কামাত কাজল দিঘী মৌজা খতিয়ান নং-১৪, জে,এল নং- ৪১, দাগ নং- ৪৯৪৯-৫০-৫১ সাব রেজিষ্টারের এজলাসে জমা দেন। সাব-রেজিষ্টারের উপস্থিতিতে এজলাস থেকে কামরুল হাসান রয়েল ও রুবেল হাসান সহ লোকজন নিয়ে সাব-রেজিষ্টারের এজলাস হতে দলিল নিয়ে ছিড়ে দিলে দু’পক্ষের মধ্যে হাতা-হাতি শুরু হয়। এজলাস কক্ষে চরম উত্তেজনা সৃষ্টি হলে তাৎক্ষনিক সাব-রেজিষ্টার পঞ্চগড় সদর থানায় জানালে, এস আই কানন সরকার ও তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থল থেকে দুইজনকে আটক করে। এ বিষয়ে সাব রেজিষ্টারের মুঠোফোন বন্ধ থাকায় জেলা রেজিষ্টারের সাথে কথা হলে তিনি জানান ঘটনা শুনেছি পরে বিষযটি জানাব। এস আই কানন সরকার জানায় অফিসার ইনচার্জের নির্দেশে টুনিরহাট সাব রেজিষ্ট্রি গেলে দেখি আটককৃতরা এজলাস কক্ষ হতে দলিল ছিড়ে ফেলে এসময় উত্তেজনার সৃষ্টি হলে তাদের কে আটক থানায় নিয়ে আসি। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2473713231568554533

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item