ছাত্রলীগকে ঐতিহাসিক ৭ মার্চ পালন করতে দিলো না রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ

হাজী মারুফ ॥ ঐতিহাসিক ৭ মার্চ ছাত্রলীগকে পালন করতে দিলো না রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। এজন্য বিক্ষোভ সমাবেশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের ছাত্রলীগ কর্মীরা ও সাধারণ শিক্ষাথীরা।ঐতিহাসিক ৭ মার্চ ছাত্রলীগের আয়োজনে পালন করতে চাইলে অত্র কলেজের অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্দ্ধন বাধা প্রদান করেন। ঐতিহাসিক ৭ মার্চ কেন করতে দেয়া হবে না এই বিষয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা জানতে চাইলে অধ্যক্ষ কলেজ থেকে বহিস্কার করার হুমকি প্রদান করেন। বিষয়টি ছড়িয়ে পরলে রংপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে ঢুকে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে এই বিষয়ে প্রতিবেদক অধ্যক্ষের সাথে কথা বললে অধ্যক্ষ জানান, কলেজে রাজনীতি আমি পছন্দ করি না। ৭ মার্চ পালন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নাই। এবং এই বিষয়ে মন্ত্রনালয় থেকে কোন চিঠি পাই নাই। তিনি আরো জানান, প্রতিষ্ঠানটি জেলা প্রশাসক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মনীতিতে চলে। অপরদিকে বিএনপি ও জামায়াত পুষ্ঠ গণিতের শিক্ষক মিজানুর রহমান বলেন, অধ্যক্ষ যদি হিন্দু না হতো তাহলে আওয়ামীলীগ এতোদিন অধ্যক্ষকে জামায়াত নেতা বানিয়ে দিতো। উল্লেখ্য অধ্যক্ষ সিরাজগঞ্জ জেলার ছাত্রজীবনে ছাত্রদল করতেন। কলেজে ছাত্রলীগকে ৭ মার্চ পালন করতে না দেয়ায় নগর জুড়ে ছাত্রলীগের মাঝে উত্তপ্ত বিরাজ করছে।

পুরোনো সংবাদ

রংপুর 3655884439797436606

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item