মটরশুটির উপরে কৃষক মাঠ দিবস

উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস ) এর আয়োজনে সীডর্স আব সারভাইবেল প্রকল্পের অধীনে নীলফামারী  সদর  উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে সীমান্তপাড়ায় ১৯/৩/২০১৮ইং তারিখ মটরশুটির উপরে কৃষক মাঠ দিবস ও ফলাফল অবহিত করন অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: জমিল , প্রকল্প সমন্বয়কারী সীডর্স আব সারভাইবেল প্রকল্প এবং প্রফুল্ল কুমার রায়  ও জান্নাতুন ফেরদৌস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নীলফামারী সদর। অনুষ্ঠান পরিচালনা করেন ইউএসএস এর ষ্টাফ ননী গোপাল রায় , ঝর্না রানী রায়সহ অন্যান্য ষ্টাফ বৃন্দ।
প্রথমে মটরশুটির ফসলের মাঠ পরিদর্শন ওফসল কর্তন করা হয় এবং পরবতীতে আলোচনা সভা এবং ফলাফল অবহিত করা হয়।  মটরশুটি খেলে মানুষের কি উপকার হয়, মটরশুটি চাষে মাটি ও পরিবেশের কি উপকার হয় তা বিস্তারিত  আলোচনা হয়। উক্ত এলাকায় মটরশুটি নতুন হওয়ায় উপস্থিত অধিকারভোগী ও অন্যান্য লোকেরা আগামী মৌসুমে  মটরশুটি চাষে আগ্রহ প্রকাশ করে। অনুষ্ঠানে প্রায় ২০০ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7661301926451005294

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item