সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।   
সোমবার উপজেলা প্রশাসন প্রত্যুশে ৩১ বার তোপধ্বণীর মধ্যদিয়ে দিবসটি পালনের শুভ-সূচনা করে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহ পৃথক পৃথকভাবে পুষ্পমাল্যার্পণ করে। পরে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলণ করেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। দিবসটি উদযাপন উপলক্ষ্যে কুচকাওয়াজ, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ কর্মসূচীতে ছিলেন-জাতীয় সংসদ সদস্য- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, ইউএনও- এসএম গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি)- আবু বাক্কার সিদ্দিক, থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এদিকে, সর্বানন্দ ইউনিয়ন আ'লীগ পুস্পমাল্যার্পণ, জাতীয় পতাকা উত্তোলণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, র‌্যালী শেষে দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আলীগের সভাপতি- চাঁদ মিঞা। এতে বক্তব্য রাখেন- ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক- আবুল কাশেমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আ'লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজ, ধর্মপুর পি.এন বালিকা উচ্চ বিদ্যালয়, নূতন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়, বোয়ালী দারুল উলুম সিনিয়র মাদরাসা, বোয়ালী ইকরা আদর্শ শিক্ষালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। 

পুরোনো সংবাদ

গাইবান্ধা 6877955111898747295

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item