সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যদিয়ে সৈয়দপুরে আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা  করা হয়।  পরে রেলওয়ে শহীদ স্মৃতি পার্ক শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন পূর্বক পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একে একে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ,সাংস্কৃতিক, রাজনৈতিক শ্রমিক সংগঠন শহীদবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধাসরকারি,স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  পরে সকাল ৮ টায় সারাদেশে সঙ্গে একযোগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সৈয়দপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সেখানে  বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মহান শহীদ দিবসের শুভ উদ্বোধন করা হয়। এর পর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,স্কুল-কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, রোভার স্কাউটস্,গালস্-গাইড, শিশু-কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন  করা হয়। কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। পরে একই স্থানে ক্রীড়ানুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. বজলুর রশীদ। বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমূখ।
এছাড়াও দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সিনেমা হলসমূহে বিনা টিকিটে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, হাসপতাল এবং এতিমখানায় উন্নতমানের খাবার  পরিবেশন, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির গির্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মহিলাদের অংশ গ্রহনের মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভাও ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।     



পুরোনো সংবাদ

নীলফামারী 5322421803952189698

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item