সুন্দরগঞ্জে পরীক্ষা কেন্দ্র পূণর্বহালের দাবীতে মানববন্ধন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া কারিগরি স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি- বিএম পরীক্ষা কেন্দ্র পূণর্বহালের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 
রবিবার সকালে প্রতিষ্ঠান সংলগ্ন সুন্দরগঞ্জ- গাইবান্ধা ও রংপুর- গাইবান্ধা সড়কের মোড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন-প্রতিষ্ঠানটির শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী- পরীক্ষার্থী, অভিভাবক ও এলকার হাজার হাজার জনগন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির অধ্যক্ষ খায়রুল ইসলাম, ইউপি সদস্য- আবু বকর সিদ্দিক, আ'লীগ নেতা- সাদেকুল ইসলাম রঞ্জু, শাহ্ মনোয়ার হোসেন, শিক্ষক- শামছুল হক সরদার, এটিএম মিজানুর রহমান, সাদিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক- দেবেন্দ্র নাথ সরকার, সহ বিভিন্ন শ্রেণী অধ্যয়ণরত শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল ডোমেরহাট- বালারছিড়া সড়ক প্রদক্ষীণ করে। এসময় পরীক্ষার্থী, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে দাবী তুলে ধরে বলেন, আগামী ২রা মার্চ থেকে প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীরা যাতে পূর্বের ন্যায় নিজ কেন্দ্রেই পরীক্ষা দিতে পারেন। আর শিক্ষক- কর্মচারীরা বলেন, গত ৪ বছর ধরে সুনাম অর্জন করে আসায় শিক্ষাবোর্ড পুরস্কার প্রদান করে। তারা প্রশাসনকে দায়ী করে দাবী তুলে ধরে বলেন, একটি কু-চক্রি মহলের যোগসাজসে পুরস্কারপ্রাপ্ত এই পরীক্ষা কেন্দ্রটি সুন্দরগঞ্জ বাণিজ্যিক কারিগরি মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সংযুক্ত করেছে। অবিলম্বে এ রহস্যময়ী সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা কেন্দ্র পূণর্বহাল করতে হবে।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 9187439943659801196

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item