সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লায়ন মো. রেয়াজুল আলম রাজু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক মো. আব্দুল মান্নান, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. শফিউল আলম সাজু, বিদ্যালয় শাখার ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক আলহাজ্ব মো. মশিউর রহমান প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী শিক্ষার্থী উদ্দেশ্যে লেখা মানপত্র পাঠ করেন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাসলিম আক্তার। আর  প্রতিষ্ঠান থেকে বিদায় মুর্হূতের অনুভূতি ব্যক্ত করেন বিদয়ী শিক্ষার্থীদের পক্ষে রায়হানা সরকার।
 কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন গোটা বিদায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।
পরে বিদায়ী পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে।
সবশেষে অনুষ্ঠিত হয়  বিশেষ দোয়া মাফিল। এটি  পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. মোখলেছুর রহমান।
এ বিদায়ী অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজের অফিস সূত্রে জানা গেছে, আগামী ২ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে মোট ৩ শ’ ৯৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তন্মধ্যে বিজ্ঞান শাখায় ১৯১ জন ব্যবসা শিক্ষা শাখায় ১০৭ জন এবং মানবিক শাখায় ১০১জন।  প্রতিষ্ঠানটির উল্লিখিত সংখ্যক পরীক্ষার্থী সৈয়দপুর কারিগরী কলেজ পরীক্ষা কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।        

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 801602374004966647

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item