সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

তোফাজ্জল হোসেন লুত, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আজ বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের আগুনে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের ব্যক্তিগত উদ্যোগে আগুনে ক্ষতিগ্রস্থ উপজেলার খাতামধুপুর ইউনিয়নের আরাজি খাতামধুপুর পানিশালা গ্রামে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন নিজেই উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
 এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মজিবর রহমান, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার অতিরিক্ত সম্পাদক মো. ছালেহ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে একটি বড় ট্রাঙ্ক, দুইটি বালতি, দুইটি অ্যালমিনিয়ামের পাতিল, একটি জগ, প্লেট, গ্লাস,বাটি, শাড়ী, লুঙ্গি, শিশুদের বিভিন্ন সাইজের পোশাক প্রভূতি।
উল্লেখ্য,গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের আরাজি খাতামধুপুর পানিশালা গ্রামে বৈদ্যূতিক সর্টসার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘতি হয়। এতে গ্রামে ৯টি পরিবারের সর্বস্ব পুঁড়ে ছাঁই হয়ে যায়।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1238126331781075748

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item