সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই মেলার আয়োজন করা হয়।আজ (বুধবার) বিকেলে শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার মেলার শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাহাবাত আলী সাব্বু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই খুদা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল হিমু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা,নুরুন্নাহার শাহজাদী, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু প্রমূখ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সাজেদুর রহমান, সেনাবাহিনী মেজর মো. মিজানসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, লেখক,সাহিত্যিক,রাজনীতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ইন্টারন্যামনাল স্কুলের সহকারি শিক্ষিকা শারমিন আখতার।
তিন দিনব্যাপী মেলায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের নামে ৮টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনেই শহরের বইপ্রেমী মানুষের ভীড়ে বই মেলা প্রাঙ্গণ সরগম হয়ে উঠেছিল। মেলার স্টলগুলোতে বই বেচাবিক্রিও হয়েছে ভাল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3997350150005722302

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item