প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে সৈয়দপুরে ছাত্র ও যুব মৈত্রীর মানববন্ধন

  তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে এসএসসিসহ সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং সারাদেশের সকল কোচিং সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ(শনিবার) দুপুরে বাংলাদেশ ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী নীলফামারী জেলা  শাখার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ২টায় মানববন্ধন শুরু হয়।  ঘন্টাব্যাপী  ওই মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, যুব মৈত্রী ও  নারী মুক্তি সংসদের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নীলফামারী জেলা শাখার সদস্য রুহুল আলম মাষ্টার, বাংলাদেশ যুব মৈত্রীর নীলফামারী জেলা শাখার সভাপতি ভবেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুল ইসলাম, নারী মুক্তি সংসদের নেত্রী তামান্না বেগম,ছাত্র মৈত্রীর নেতা  মো. লিমন ও মো. শাহিন প্রমূখ।    

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6395102847266961221

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item