রাণীশংকৈলে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মিলনায়তনে ১৫ জানুয়ারি সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীন জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট পরিচালিত “স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-সংসদ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ও মাহফুজা বেগম, আ’লীগ সভাপতি সইদুল হক ও ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দিন, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, ওসি আব্দুল মান্নান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম। এ ছাড়াও সেমিনারে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বক্তা ছিলেন-প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান ও জন লিটন মুন্সী, উর্দ্ধতন গবেষনা কর্মকর্তা ছবিরুল ইসলাম ও মাহবুবুর রহমান। আরো বক্তব্য রাখেন-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রভাষক সবুর আলম ও আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ। সেমিনারে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিমগাছ লাগানোসহ বিভিন্ন ঔষাধি গাছের ব্যবহার, অংকুরিত শিশুখাদ্য প্রস্তুত ও প্রয়োগ, উন্নতমানের চুলা ব্যবহার ইত্যাদি বিষয়ের উপর চিত্র প্রদর্শন ও আলোচনা করা হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 1279640826251170673

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item