পীরগঞ্জে শীতার্তদের মাঝে রংপুর রেঞ্জের ডিআইজি শীতবস্ত্র বিতরন করলেন

মামুনুর রশিদ মেরাজুল- 

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে পীরগঞ্জে দরিদ্র শীতার্তদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার বিকেলে থানা ক্যাম্পাসেই রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরন করেন। এ সময় এডিশনাল ডিআইজি বশির আহমেদ পিপিএম বার, রংপুরের এসপি মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ডেপুটি কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার বিপিএম পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার শহিদুল্লাহ হক পিপিএম এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার আসাদুজ্জামান পিপিএম, অতিরিক্ত এসপি আবু মারুফ হোসেন, মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা আ’লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু প্রমুখ। শীতবস্ত্র বিতরন পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, পুলিশ শুধু আইন শৃংখলা রক্ষাই নয়, প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারন মানুষের পাশেও দাঁড়ায়। উত্তর জনপদে প্রাকৃতিক দুর্যোগ বেশী হওয়ায় আমরা বরাবরই আমাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছি। তারা আরও বলেন, জনগণকে সাথে নিয়ে পুলিশ যেভাবে ২০১৪ সালে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলা করেছে, আগামীতেও যেকোন দূর্যোগে আপনাদের সাথে সফলভাবে সবকিছু মোকাবেলা করা হবে। ওসি রেজাউল করিম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

পুরোনো সংবাদ

রংপুর 1825210779297068944

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item