পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
https://www.obolokon24.com/2018/01/panchagar_2.html
মো: তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর নৃত্য গোপাল (২৮) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১ জানুয়ারি) রাত ৮টার সময় পঞ্চগড়ের রাজনগড় এলাকার কাপড় ব্যবসায়ী নূরুজ্জামানের চারতলা বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃত্য গোপাল দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুরসীর হাট গ্রামের ননী গোপালের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নৃত্য গোপাল পঞ্চগড় সরকারি টেকনিক্যাল কলেজে ২০১৫ সালের নভেম্বর থেকে প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্বে ছিলেন। গত ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএস পরীক্ষা দিতে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুরে যান তিনি। পরীক্ষা দিয়ে গ্রামের বাড়ি থেকে শনিবার (৩০ ডিসেম্বর) পঞ্চগড় ফিরে আসেন। দু’দিন থেকে বাড়ির লোকজন তার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাচ্ছিলো না। পরে তার বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন তার এক সহকর্মীকে পঞ্চগড়ের ভাড়া বাড়িতে পাঠায়। সেখানে গিয়ে ভাড়া বাড়ির ফ্ল্যাটের মূল দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেলে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে গলা ফাঁস দেওয়া নৃত্য গোপালের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরিবারের লোকজন জানায়, নৃত্য গোপাল এই বাড়িতে দেড় বছর ধরে ভাড়া থাকছিলেন। একটি ফ্লাটে চারটি রুমের মধ্যে দু’টিতে আলাদা আলাদা করে দু’জন ভাড়া থাকতেন। এর মধ্যে একজন পূবালী ব্যাংকের কর্মকর্তা। তিনি গত বৃহস্পতিবার ছুটিতে বাড়িতে গিয়ে সোমবার সরাসরি ব্যাংকে নিজ কর্মস্থলে যোগ দেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, আত্মহত্যার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোন কিছু জানা যায় নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।