জলঢাকায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মর্তুজা ইসলাম,জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধিঃ

আনন্দ-উৎসব পরিবেশের মধ্যদিয়ে নীলফমারীর জলঢাকায় জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা রোডস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিনের কর্মসূচীর শুভ সুচনা করেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এক বর্নাঢ্য র‌্যালী নিয়ে পৌরশহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে পথসভায় মিলিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরীর সভাপতিত্বে¡ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ.কে.এম সাজ্জাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুরুল আমিন,শ্রমিক পার্টির আহবায়ক বজলার রহমান,জেলা ছাত্র সমাজের সদস্য সচীব অয়ন মাহামুদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচীব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুগ্ম অহবায়ক আব্দুল্লাহেল বাকী,বাবলুর রহমান,মিজানুর রহমান,রাশেদ আনোয়ার চৌধূরী,নাছিমুজ্জামান নাদির,পৌর জাতীয় পার্টির সদস্য সচীব দুলাল হোসেন আর্মি ও উপজেলা ছাত্র সমাজের সদস্য সচীব রবিউল ইসলাম রাজ প্রমূখ। পথসভায় বক্তরা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8509161169061880585

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item