নীলফামারীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৯ জানুয়ারী॥
১১দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের চৌরঙ্গি মোড়ে স্বাধীনতা স্মৃতি অ¤¬ান প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি নীলফামারী সদর উপজেলার আয়োজনে মানববন্ধনে ৯টি সংগঠনের নেতাসহ শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সংগ্রাম কমিটির আবহবায়ক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল আজিজ প্রামানিক, হায়দার আলী, মুজিবুল হক, প্রধান শিক্ষক আবু হেনা গোলাম ফেরদৌস, প্রভাষক পরিতোষ কুমার রায়, কাজী দৌলত হোসেন, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও অধ্যক্ষ আশরাফুজ্জামান জুয়েল প্রমুখ।

সংগ্রাম কমিটির সাংগঠনিক স¤পাদক সুধির কুমার রায় জানান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শতকরা ৫ টাকা হারে বার্ষিক প্রভৃতি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 8433116353518269090

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item