নীলফামারীতে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ জানুয়ারী॥
“পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার” শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহ¯পতিবার সকাল ১০ টায় নীলফামারী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যানিকেতন হল রুমে এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে দিনব্যাপী এই সেমিনারে রাবেয়া বালিয়া বিদ্যা নিকেতনের সভাপতি ডাঃ মুজিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার সফিকুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ। এ ছাড়া সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর আব্দুল আজিজ।
সেমিনারে জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র/ছাত্রী অংশ নেয়।
এর মধ্যে সদরের চারটি এবং ৫ উপজেলা থেকে দুইটি করে মোট ১৪টি বিদ্যালয়ের তিনজন করে শিক্ষার্থীর দল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।



পুরোনো সংবাদ

নীলফামারী 3189740768498450388

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item