জাপাকে বাদ দিয়ে আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না-গাইবান্ধায় এরশাদ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল খেলা মাঠে উপজেলা জাপা আয়োজিত বিশাল জনসভায় জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন- জাপাকে বাদ দিয়ে আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না। এরশাদ ছাড়া, লাঙ্গল ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসতে পারে না। দেশে অশান্তি, নৈরাজ্য জাপা কোন দিনই পছন্দ করে না। দুর্নীতি, ধোকাবাজি দিয়ে দেশ চলতে পারে না। এর পরিবর্তন আনতে হবে। তাই জাপাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে এর পরিবর্তন আনার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
    গতকাল সোমবার বিকাল তিন ঘটিকার সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পাটি চেয়ারম্যানের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্য দানকালে তিনি আরো বলেন- নয় বছর ক্ষমতায় ছিলাম, ছয় বছর স্বপরিবারে জেল খেটেছি, আমি মরতে চাই, আল্লাহ্ আমাকে বেঁচে রেখেছেন, ক্ষমতায় গিয়ে মানুষের সেবা করার জন্য। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাপাকে আবার ক্ষমতায় আনতে হবে। প্রাদেশিক সরকার ছাড়া দেশের মানুষের কল্যাণ আসতে পারে না বলে উল্লেখ্য করে তিনি প্রাদেশিক সরকার প্রবর্তনের জন্য হাসিনা সরকারের প্রতি আহবান জানান।
    এসময় অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সুন্দরগঞ্জ পৌর জাপা সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু প্রমুখ।
    পরে জাপা চেয়ারম্যান সংসদের আগামী উপ-নির্বাচনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার হাত তুলে ধরে সকলের নিকট পরিচয় করিয়ে দেন এবং লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান। 

পুরোনো সংবাদ

নির্বাচিত 2239636147947379769

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item