ডোমারে উন্নয়ন মেলার সমাপনি দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে উন্নয়নর মেলার সমাপনি দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা চত্বরে শনিবার শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। ডোমার সরকারী কলেজের উপাধ্যক্ষ রবিউল আলম, থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, গোলাম মোস্তফা, শমশের আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, সমাজ সেবা অফিসার গোলজার রহমান, যুব উন্নয়ন অফিসার একেএম জিয়াবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার শফিউর রহমান প্রমূখ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সংগীত পরিবেশন করেন প্রত্যাশা ও স্পন্দন একাডেমী। মেলায় উপজেলার ১০টি ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট-৩০টি স্টল স্থান পায়। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, উপজেলা শিক্ষা অধিদপ্তর, দ্বিতীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও ত্বিতীয় হয়েছেন একটি বাড়ী একটি খামার প্রকল্প। এছাড়াও মেলায় অংশগ্রহনকারী সকল দপ্তরের প্রতিনিধির হাতে সান্তনা মূলক পুরস্কার তুলে দেন অতিথিগণ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5576159880095688058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item