যৌন হয়রানির অভিযোগে নাগেশ্বরী ডায়াবেটিক হাসপাতালের মালিকের সাজা
https://www.obolokon24.com/2018/01/blog-post_14.html
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে একটি ব্যক্তিমালিকানাধীন ডায়াবেটিক হাসপাতালের মালিক ও ওই হাসপাতালের চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছেন। বুধবার বিকেলে ইউএনওর কার্যালয়ে এ রায় দেওয়া হয়।
জানা গেছে, অনার্স শেষ বর্ষের এক ছাত্রী উপজেলা সদরের কলেজ মোড়ের নাগেশ্বরী ডায়াবেটিক হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন। বুধবার ইউএনওর কাছে ওই ছাত্রী লিখিত অভিযোগ করেন, কিছুদিন থেকে হাসপাতালের মালিক ডা. আলমগীর হোসেন তাকে যৌন হয়রানি করছেন। বুধবার তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শঙ্কর কুমার বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চিকিৎসকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে অর্থদণ্ড দিয়ে মুক্তি পান চিকিৎসক আলমগীর হোসেন।
এ ব্যাপারে ডা. আলমগীর হোসেন বলেন, ওই মেয়ে প্রতিষ্ঠানে ঠিকমতো কাজ না করায় তাকে বকাঝকা করা হয়েছে। সে চক্রান্ত করে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছে।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে একটি ব্যক্তিমালিকানাধীন ডায়াবেটিক হাসপাতালের মালিক ও ওই হাসপাতালের চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছেন। বুধবার বিকেলে ইউএনওর কার্যালয়ে এ রায় দেওয়া হয়।
জানা গেছে, অনার্স শেষ বর্ষের এক ছাত্রী উপজেলা সদরের কলেজ মোড়ের নাগেশ্বরী ডায়াবেটিক হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন। বুধবার ইউএনওর কাছে ওই ছাত্রী লিখিত অভিযোগ করেন, কিছুদিন থেকে হাসপাতালের মালিক ডা. আলমগীর হোসেন তাকে যৌন হয়রানি করছেন। বুধবার তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শঙ্কর কুমার বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চিকিৎসকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে অর্থদণ্ড দিয়ে মুক্তি পান চিকিৎসক আলমগীর হোসেন।
এ ব্যাপারে ডা. আলমগীর হোসেন বলেন, ওই মেয়ে প্রতিষ্ঠানে ঠিকমতো কাজ না করায় তাকে বকাঝকা করা হয়েছে। সে চক্রান্ত করে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছে।