ডোমারে এবার হাসকিং মিল হতে দুই শত মণ ধান চুরি

বিশেষ প্রতিনিধি ১০ জানুয়ারি॥ নীলফামারীর ডোমার উপজেলায় এবার জামান হাসকিং মিল হতে দুই শত মণ ধান চুরি হয়েছে। আজ বুধবার (১০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের চল্লিশপীর মাজার জালালের মোড় এলাকার তৈয়বুর রহমানের মালিকানাধীন জামান হাসকিং মিলের তালা ভেঙে ওই ধান চুরি হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর রাতে একই উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিন গোমনাতি এলাকার সাইফুল ইসলাম চৌধুরী রুম্মানের মালিকানাধীন চৌধুরী হাসকিং মিলের তালা ভেঙে একই কৌশলে ৮৮ মণ ধান চুরি হয়েছিল। পর পর দুই দিনে দুইটি মিলে একই কৌশলে ধান চুরি হওয়াতে উপজেলার হাসকিং মিল মালিকরা আতঙ্কিত হয়ে পড়েছে।
ধারনা করা হচ্ছে হাটবাজারে ধানের মূল্য হু-হু করে বৃদ্ধি পাওয়ার কারনে একটিচক্র হাসকিং মিলগুলোর তালা ভেঙ্গে রাতের আধারে ধান চুরি করে পালিয়ে যাচ্ছে।
মিলের মালিক তৈয়বুর রহমান জানান, আমার জামান হাসকিং মিলে রাতে কেউ পাহাড়া না থাকার সুবাদে মিলের তালা ভেঙে দুই শত মণ ধান চুরি হয়। সকালে মিলে গিয়ে দেখি তালা ভাঙা ও মিলে রক্ষিত ধান নাই। পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ওই মিলের ধান চুরির সত্যতা নিশ্চিত করেন। ডোমার থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে

পুরোনো সংবাদ

নীলফামারী 6381414805878662156

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item