পঞ্চগড় ভেলকু পাড়া ও মাঝি পাড়ায় চলছে ড্রেজার মেশিনের মহোৎসব

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় ভেলকু পাড়া ও মাঝি পাড়ায় চলছে ড্রেজার মেশিনের মহা উৎসব দেখার কেউ নেই। বনবিভাগের ১০০ বছরের চুক্তিনামাকে ভঙ্গ করে আকাশমনি বাগানের বুকচিরে প্রায় ৫০ ফিট গভীর থেকে ড্রিল-ড্রেজার মেশিন দিয়ে চলছে পাথর উত্তোলন। এসব ড্রিল-ড্রেজার মেশিন মালিকরা হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ভাবেই অবৈধ ভাবে পাথর উত্তোলন করেই যাচ্ছে। এই বনবিভাগের বাগানটি ভারত, বাংলাদেশ সীমানা ঘেষা হওয়ায় মাঝে মধ্যে বিএসএফ দের চাপে প্রশাসনিক অভিযান চালালেও অবৈধ ড্রেজার মেশিন মালিকরা কিছুদিন বন্ধ রেখে আবার তারা পূনরায় তাদের অবৈধ কার্যক্রম চালাতে থাকে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম চ্যানেল বা খবরের কাগজে খবর প্রকাশ করেও এসব ড্রেজার মেশিন মালিকদের বিন্দু মাত্র ঠেকাতে পারেনি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5743467321746295184

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item