নীলফামারীতে ৮৯টি গির্জায় শুভ বড় দিন পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৫ ডিসেম্বর॥
যথাযোগ্য মর্যাদায় আজ সোমবার  নীলফামারীর ৮৯ গির্জায় পালিত হয়েছে খ্রীস্টান ধর্মের শুভ বড় দিন। এ উপলক্ষে প্রতিটি গির্জায় বিভিন্ন আয়োজন করা হয়।

 সকালে জেলা শহরের নূতনবাজার এলাকার কাজিপাড়ায় প্রার্থনা, কেক কাটা, প্রশংসা ও আরাধনা, আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রিফর্ম প্রেসবিটেরিয়ান চার্চ অব বাংলাদেশের রংপুর বিভাগীয় প্রধান পালক অতুল শলোমনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা ছাত্রলীগ নেতা লেমন তালুকদার, সমাজ সেবক ওমর ফারুক। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন রিফর্ম প্রেসবিটেরিয়ান চার্চ অব বাংলাদেশের রামনগর ইউনিয়নের পালক হিমানী রায়, ইটাখোলা ইউনিয়নের পালক মানিক রায় প্রমুখ।বিকালে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এ দিকে নীলফামারীর  জলঢাকা পৌরসভাধীন চেরেঙ্গা নিউ লাইফ চার্চ (কালির স্থান) চেরেঙ্গায় কেক কেটে শুভ বড়দিন পালিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার রনজিৎ কুমার রায়,
মাইকেল মোশারফ), নরেন্দ্র নাথ রায় , বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস রায়, লোকমান চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন, জলঢাকা থানার এস.আই হামিদুল ইসলাম,  জলঢাকা ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মমতাজুল ইসলাম।
এ ছাড়া উপজেলার কৈমারী বালাপাড়া কাচারী বাজার ওমেকা চার্চ পালক মোঃ আব্দুস সামাদ এর
বাড়িতে  বড়দিনের উৎসব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, মাইকেল মোশারফ (পাষ্টর), সুবাস, আব্বাস, হুমায়ুন, মাজেদুল প্রমূখ।
সুত্র মতে, জেলায় ৮৯টি গির্জায় পালিত হয় শুভ বড়দিন। এসব গির্জায় বড়দিন পালনে সাড়ে ৪৪ মেট্রিকটন সরকারী চাল বরাদ্দ দেয়া হয়।জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জান ৮৯ গির্জায় ওই বরাদ্দের কথা নিশ্চিত করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5119003679638624063

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item