দিনাজপুরে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গীর্জায় বড়দিনের উৎসব পালন

মোঃ আব্দুস সাত্তার , দিনাজপুর প্রতিনিধি ॥
২৫ ডিসেম্বর রাতে দিনাজপুরে বড়দিনের উৎসবের প্রথম প্রহরে শহরের কসবাস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গীর্জায় রাতে খ্রীষ্টজাগ শুরু হয়। খ্রীষ্টজাগ শেষে “খ্রীষ্ট প্রভু এসেছেন আজ মোদের এ ধরণীতে, শান্তির আলো জে¦লেছেন আজ শান্তি মোদের দিতে” এই গানটি সকলেই সু-মধুর কন্ঠে গেয়েছেন এবং নবজাত যীশু’র প্রতিকৃতির পায়ে চুম্বন দিয়ে বরণ করেছেন খ্রীষ্টান ধর্মালম্বীরা। দিনাজপুর ধর্মপ্রদেশ ও উত্তরবঙ্গ খ্রীষ্টান এসোসিয়েশনের আয়োজনে ফাদার সিলাস কুজুর ছোট ছোট শিশু-কিশোরদের নিয়ে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গীর্জা প্রাঙ্গনে কেক কেটে বড়দিনের উৎসব শুভ সুচনা করেন । এ সময় কসবাস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ক্যাথিড্রাল গীর্জায় শত শত ভক্ত ও অনুসারিরা দেশ ও জাতীর শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

পুরোনো সংবাদ

ধর্মকথা 2645490828658197651

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item