দেবীগঞ্জে ৩৪ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৩৪ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকার রাশেদুল হাসান খানের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় রাশেদুল হাসান খান ও আলমাস আলী নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাশেদুল হাসান খান মেশিন দিয়ে তার পুকুর খনন করার সময় ওই বিষ্ণুমূর্র্তিটি পান।
দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম জানান, ‘মাটিয়ারপাড়া এলাকার রাশেদুল হাসান খানের পুকুর খননের সময় সন্ধার দিকে আলমাস নামের এক ব্যাক্তি মুর্তিটি দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি থানায় খবর দেই। খবর পেয়ে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে দেবীগঞ্জ থানায় নিয়ে যায়। তিনি বলেন, মূর্তিটির ওজন ৩৪ কেজি। এটি প্রায় দুইশত বছর আগের হতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এটি কষ্টি পাথরের কিনা তা বলা যাবে না।’
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ৩৪ কেজি ওজনের ওই কালো পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2193158330722787596

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item