প্রাক-বড়দিন উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী নানান কর্মসূচি পালন
https://www.obolokon24.com/2017/12/baradin.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥
প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার উৎসব মূখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে নীলফামারীর নটখানায় ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশন (ডিবিএলএম), আরএইচপি, সিপি এর আয়োজনে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। এছাড়া বড়দিনের তাৎপর্য রেখে প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, সিজিল সার্জেন ডা. রনজিৎ কুমার বর্মন, টিএলএমআইবি’র কান্ট্রি ডিরেক্টর শলোমন সুমন হালদার, ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশনের প্রোগাম লিডার সুরেন্দ্র নাথ সিংহ, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভা বার্নাবাস হেমরম, কমিউিনিটি প্রোগামের প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন দিলু, আরএইচপির ফাইনান্স ম্যানেজার ডেভিড সরকার, টিবি’র প্রজেক্ট ম্যানেজার আবু আল হেলাল, ডিবিএলএমের আরএমও ডাঃ জুয়েল রোজারিও, প্রাক বড়দিন উদযাপন কমিটির কো-অডিনেটর আন্দ্রীয় বৈরাগী প্রমুখ।
এ সময় নীলফামারীর আমন্ত্রিত বিভিন্ন সেক্টরের অতিথিবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রাক বড়দিন অনুষ্ঠান মালায়।
প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার উৎসব মূখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে নীলফামারীর নটখানায় ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশন (ডিবিএলএম), আরএইচপি, সিপি এর আয়োজনে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয়। এছাড়া বড়দিনের তাৎপর্য রেখে প্রার্থনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, সিজিল সার্জেন ডা. রনজিৎ কুমার বর্মন, টিএলএমআইবি’র কান্ট্রি ডিরেক্টর শলোমন সুমন হালদার, ডেনিস বাংলাদেশ লেপ্রসী মিশনের প্রোগাম লিডার সুরেন্দ্র নাথ সিংহ, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভা বার্নাবাস হেমরম, কমিউিনিটি প্রোগামের প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন দিলু, আরএইচপির ফাইনান্স ম্যানেজার ডেভিড সরকার, টিবি’র প্রজেক্ট ম্যানেজার আবু আল হেলাল, ডিবিএলএমের আরএমও ডাঃ জুয়েল রোজারিও, প্রাক বড়দিন উদযাপন কমিটির কো-অডিনেটর আন্দ্রীয় বৈরাগী প্রমুখ।
এ সময় নীলফামারীর আমন্ত্রিত বিভিন্ন সেক্টরের অতিথিবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রাক বড়দিন অনুষ্ঠান মালায়।