নীলফামারীতে শিশু একাডেমীর নবান্ন উৎসব পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ 
বুধবার ছিল বাংলাসনের পহেলা অগ্রহায়ন। আমন ধানের  নবান্ন উৎসব। এই নবান্ন উৎসব নীলফামারীতে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালন করেছে শিশু একাডেমি। সকাল ১১টায় নীলফামারী শিশু একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক আহসান রহিম মঞ্জিল বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে মেয়েদের হাড়ি ভাঙ্গা খেলা, শিশুদের দৌড়, মোড়গ লড়াই, যেমন খুশি তেমন সাজো, বড়দের নিয়ে রুমাল ও চেয়ার খেলা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুজিবুর রহমানের নেতৃত্বে বনার্ঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি মিলনায়তনে মিলিত হয়।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6096935705645146809

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item