নাগেশ্বরীতে চেয়ারম্যান আব্দুল মোতালেব এর প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন হচ্ছে বেরুবাড়ি ইউনিয়নে

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব হোসেন এর প্রচেষ্টায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে ওই ইউনিয়নবাসী। স্থানীয়রা জানিয়েছেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী মোতালেব হোসেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ওই ইউনিয়নের সার্বিক দিক থেকে উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। সে লক্ষ্যেই বেশ সতর্কতার সাথে কাজ করে যাচ্ছেন তিনি। গরিব দুঃখিদের হক ঠিক মতো আদায় করছেন এবং এলাকায় শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রেও বেশ সচেতন তিনি। সেই সাথে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধেও  তিনি জিরো টলারেন্সের ভূমিকা রাখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি গত ১৯ নভেম্বর বর্তমান চেয়ারম্যানের মাধ্যমে ঢাকা ল্যাব এইড হাসপাতালের ডাক্তারদের পক্ষ থেকে ৪শ পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছেন। এছাড়াও বেশকিছু কালভার্টের কাজও করেছেন তিনি। সাম্প্রতি শালমারা মন্ডলপাড়া এলাকায় একটি কালভার্ট করে দিয়েছেন এবং বেরুবাড়ী এলাকায় চলছে আরও একটি কালভার্টের কাজ। কয়েকে দিন আগে কৃষকদের মাঝে বীজ বিতরণও করেছেন সঠিকভাবে।  বেরুবাড়ি ইউনিয়নের ৩টি ওয়ার্ডে তার মাধ্যমে প্রতটি ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী। চেয়ারম্যান মোতালেব হোসেন বলেন, বর্তমান প্রধান মন্ত্রী উন্নয়নের রূপকার। তাঁর উন্নয়ন ভাবনাকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য এবং এই ইউনিয়নবাসীর উন্নয়ন করার জন্য আমি কাজ করে যাচ্ছি যা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন আমি জনগণের খুব কাছে থেকে তাদের দুঃখ কষ্ট অনুভব করে তাদের বিপদে আপদে পাশে থাকার জন্য চেষ্টা করছি। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশাত্ববোধ ও দেশের সার্বিক উন্নয়নের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের ভয়াবহ বন্যায় ইউনিয়নে ক্ষতিগ্রস্থ হওয়া বহু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা চলাচলের অযোগ্য হয়ে আছে। অনতিবিলম্বে এগুলো সংস্কার করে সকল সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুদৃষ্টি কামনা করেন তিনি।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 6953294414021714165

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item