ঠাকুরগাঁওয়ে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
https://www.obolokon24.com/2017/10/thakurgaon_69.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি
রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'সমাজতন্ত্রের সংগ্রাম চলছে চলবে' এই স্লোগান নিয়ে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন পরিষদ ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩:৩০ টায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড মো. আক্তার হোসেন রাজা। স্বাগত বক্তব্য পেশ করেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ন্যাপের সভাপতি এডভোকেট বলরাম গুহ ঠাকুরতা, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান রাজু, ওয়াকার্স পার্টির সভাপতি এডভোকেট ইমরান হোসেন চৌধুরীসহ প্রমুখ।
উল্লেখ্য, উক্ত র্যালি ও আলোচনা সভায় ঠাকুরগাঁওয়ের শ্রমিক-মালিক, কৃষক, তরুণরা সহ সর্বস্তরের মেহনতি মানুষরা উপস্থিত ছিল।