সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবকের ১০ হাজার টাকা অর্থদন্ড

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুরে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক বখাটের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়েছে। আজ(সোমবার)  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ ওই অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্ত বখাটের নাম আকবর খান (১৯)। সে  সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার পুলিশ লাইন এলাকার  মো. মফিজুল্ল্যাহ খানের ছেলে।
 ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,  তুলসীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর জনৈক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বেশ কিছু দিন থেকে বখাটে যুবক আকবর উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন গতকাল সোমবার সকালে শহরের নিমবাগান এলাকার ওই ছাত্রী স্কুলে আসার পথে স্কুল গেটে সামনে বখাটে আকবর মেয়েটিকে আবারও উত্যক্ত করতে থাকে। এ সময় অন্যান্য শিক্ষার্থী ও এলাকাবাসী এগিয়ে এসে বখাটে যুবককে হাতেনাতে আটক করে স্কুলে নিয়ে আসে। পরে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটে আকবর খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা দিয়ে রেহাই পায় বখাটে ওই যুবক।

পুরোনো সংবাদ

নীলফামারী 825293467513933290

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item