সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

  নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান -২০১৭ শুরু হয়েছে। আজ (সোমবার) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি” শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার (ইউএনও) কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাহিনা বেগম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমিনুর মোস্তফা জামান প্রমূখ।
অনুষ্ঠানে ইঁদুর দমনের বিভিন্ন রকম দেশীয় যন্ত্রপাতি ও কলাকৌশল প্রদর্শন করা হয়।  উপজেলা কৃষি বিভাগের কামারপুকুর ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব দাস এসব প্রদর্শন করেন।
পরে একটি জীবন্ত ইঁদুর মেরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়।
গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা  মো. ইমরান সরদার।
অনুষ্ঠানে,আমন্ত্রিত অতিথি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌর এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।    

পুরোনো সংবাদ

নীলফামারী 5862337153703514661

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item