সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সহযোগিতায় বিশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 আজ রবিবার (১ অক্টোবর) সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের সার্বিক সহযোগিতায় এক বিশাল ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস্ এসোসিয়েশন অব নীলফামারী সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজে ওই ক্যাম্পের আয়োজন করে।
সকালে কলেজ চত্বরে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
এতে সভাপতিত্ব করেন  উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুুকুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম নজু।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে  শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুর রহমান।
 স্বাগত বক্তব্য রাখেন এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, হাজারীহাট স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আব্বাস আলী দুলাল, সিনিয়র সহকারি শিক্ষক শকিকুল ইসলাম সোহাগ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু।
 ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুর রহমানের নেতৃত্বে ৫০ জন চিকিৎসক ৩ সহ¯্রাধিক অসহায় দুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে ২টি কাউন্টারের মাধ্যমে আগত রোগীদের নাম রেজিষ্ট্রেশনভূক্ত করে ২৮টি বুথের মাধ্যমে সুশৃংখল পরিবেশে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। মেডিসিন, সার্জারী, শিশু, অর্থপেডিক্স, চর্ম ও যৌন, চক্ষু, স্ত্রী রোগ ও গাইনি এবং দন্ড বিভাগের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকরা ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করেন। পরে ২টি বুথের মাধ্যমে চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।  এছাড়াও একই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। 

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2678050448950904904

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item